স্টার প্লাসের জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘অনুপমা’ কলকাতার ধারাবাহিক ‘শ্রীময়ী’র রিমেক। ‘শ্রীময়ী’ ধারাবাহিকে মূল চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রানী হালদার। অপর দিকে ‘অনুপমা’ ধারাবাহিকেও মূল চরিত্রে অভিনয় করছেন এক বাঙালি, রূপালী গাঙ্গুলী।